প্রচলিত ইসলাম এবং গুরুবাদী ইসলামে পার্থক্য
ইসলাম ধর্মের মৌলিক কিছু বিধান পালনের গুরুত্ব ও বাস্তবতা এবং মানুষের উপর উহার সামাজিক প্রভাব। যাহা প্রচলিত ইসলাম এবং গুরুবাদী ইসলামে পার্থক্য পরিলক্ষিত হয়।
১.কালেমাঃ
প্রচলিত ইসলাম মতে- অন্তরে ধারণাগত বিশ্বাস এবং মুখে-মুখে উচ্চারণগত বাস্তবায়ন করা।
গুরুবাদী মতে- গুরুর কথার সত্য। তথা তাঁহার কথার সত্যায়ন করা এবং তাঁহাকে একমাত্র নির্ভরের আশ্রয়রূপে গ্রহণ করা। নিজের মধ্যে স্বভাবগত ভাবে তাহা প্রমাণ করা।
২.সালাতঃ
প্রচলিত ইসলাম মতে- ওয়াক্তিয়া নামাজ, সঠিক ওয়াক্তে জামায়েত বদ্ধ হয়ে আদায় করা।
গুরুবাদী মতে- সালাত হচ্ছে স্মরণ ও সংযোগ। প্রভুগুরুর দেওয়া কর্মপদ্ধতি অনুসারে কর্মসম্পাদন করা এবং বিনয়পূর্বক আত্মসমর্পণ সহকারে বিরতিহীন সংযোগের প্রচেষ্টা করা। এবং পরিশেষে সংযোগ প্রাপ্ত হওয়া।
৩.সিয়ামঃ অর্থাৎ রোজা (প্রচলিত)।
প্রচলিত ইসলাম মতে- ২৪ ঘন্টার মধ্যে দিনের অংশে পানাহার হইতে বিরত থাকা, প্রয়োজনীয় কিছু বিধিনিষেধ মান্য করা এবং তারাবীর নামাজ পড়া।
গুরুবাদী মতে- দুনিয়া হইতে মনকে বিরত বা বারিত রাখা। তথা মানসিকভাবে "তারবিয়াত" অর্থাৎ অচঞ্চলতা, দৃঢ়তা, সমূহধর্মরাশি হইতে সংযম প্রতিষ্ঠাপূর্বক দেহ-মনে আদ্বীন সুপ্রতিষ্ঠিত করা।
৪.হজ্বঃ "হজ্জ আরবি শব্দ।
এর আভিধানিক অর্থ হলো – ইচ্ছে করা, ঘোরাফেরা করা, সংকল্প করা, পর্যবেক্ষণ করা ইত্যাদি। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরআন ও হাদিসের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে কাবা শরিফ এবং নির্দিষ্ট স্থান সমূহে তাওয়াফ ও জিয়ারত করাকে হজ্জ বলে।"
গুরুবাদী মত- হজ্ব হচ্ছে- নিজের দোষ-ত্রুটিকে উদ্'ঘাটন করিয়া "অদিমক্কা" অর্থাৎ মানব দেহঘরকে "মসজিদুল হারামে" রূপান্তরিত করিয়া তথা আপন দেহঘরকে "রবের মাকামে" পরিণত করা।
৫.জাকাতঃ
প্রচলিত মতে জাকাত হচ্ছে শতকরা ২.৫% হারে জাগতিক সামর্থ্যানুযায়ী অর্থ-সম্পদ কর হিসাবে ব্যয় করা।
গুরুবাদী মতে- মানবীয় আমিত্বের উৎসর্গের নামই জাকাত। মূলত মনের শুদ্ধকরণের মাধ্যমে পবিত্রা অর্জন করা।
-জয়গুরু
No comments