Header Ads

Header ADS

প্রচলিত ইসলাম এবং গুরুবাদী ইসলামে পার্থক্য

 


ইসলাম ধর্মের মৌলিক কিছু বিধান পালনের গুরুত্ব বাস্তবতা এবং মানুষের উপর উহার সামাজিক প্রভাব যাহা প্রচলিত ইসলাম এবং গুরুবাদী ইসলামে পার্থক্য পরিলক্ষিত হয়


.কালেমাঃ

প্রচলিত ইসলাম মতে- অন্তরে ধারণাগত বিশ্বাস এবং মুখে-মুখে উচ্চারণগত বাস্তবায়ন করা

গুরুবাদী মতে- গুরুর কথার সত্য তথা তাঁহার কথার সত্যায়ন করা এবং তাঁহাকে একমাত্র নির্ভরের আশ্রয়রূপে গ্রহণ করা নিজের মধ্যে স্বভাবগত ভাবে তাহা প্রমাণ করা

.সালাতঃ

প্রচলিত ইসলাম মতে- ওয়াক্তিয়া নামাজ, সঠিক ওয়াক্তে জামায়েত বদ্ধ হয়ে আদায় করা

গুরুবাদী মতে- সালাত হচ্ছে স্মরণ সংযোগ প্রভুগুরুর দেওয়া কর্মপদ্ধতি অনুসারে কর্মসম্পাদন করা এবং বিনয়পূর্বক আত্মসমর্পণ সহকারে বিরতিহীন সংযোগের প্রচেষ্টা করা এবং পরিশেষে সংযোগ প্রাপ্ত হওয়া

.সিয়ামঃ অর্থাৎ রোজা (প্রচলিত)

প্রচলিত ইসলাম মতে- ২৪ ঘন্টার মধ্যে দিনের অংশে পানাহার হইতে বিরত থাকা, প্রয়োজনীয় কিছু বিধিনিষেধ মান্য করা এবং তারাবীর নামাজ পড়া

গুরুবাদী মতে- দুনিয়া হইতে মনকে বিরত বা বারিত রাখা তথা মানসিকভাবে "তারবিয়াত" অর্থাৎ অচঞ্চলতা, দৃঢ়তা, সমূহধর্মরাশি হইতে সংযম প্রতিষ্ঠাপূর্বক দেহ-মনে আদ্বীন সুপ্রতিষ্ঠিত করা

.হজ্বঃ "হজ্জ আরবি শব্দ

এর আভিধানিক অর্থ হলোইচ্ছে করা, ঘোরাফেরা করা, সংকল্প করা, পর্যবেক্ষণ করা ইত্যাদিআল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে কাবা শরিফ এবং নির্দিষ্ট স্থান সমূহে তাওয়াফ জিয়ারত করাকে হজ্জ বলে"

গুরুবাদী মত- হজ্ব হচ্ছে- নিজের দোষ-ত্রুটিকে উদ্'ঘাটন করিয়া "অদিমক্কা" অর্থাৎ মানব দেহঘরকে "মসজিদুল হারামে" রূপান্তরিত করিয়া তথা আপন দেহঘরকে "রবের মাকামে" পরিণত করা

.জাকাতঃ

প্রচলিত মতে জাকাত হচ্ছে শতকরা .% হারে জাগতিক সামর্থ্যানুযায়ী অর্থ-সম্পদ কর হিসাবে ব্যয় করা

গুরুবাদী মতে- মানবীয় আমিত্বের উৎসর্গের নামই জাকাত মূলত মনের শুদ্ধকরণের মাধ্যমে পবিত্রা অর্জন করা

-জয়গুরু

No comments

Powered by Blogger.