নবীদের নিয়ে ইমামতি আকাশে আরোহনের আগে হয়েছিল নাকি পরে?
আলেমদের মধ্যে এ বিষয়ে মতভেদ রয়েছে যে, নবীদের সঙ্গে নামাজ আদায় করা কি আকাশে আরোহনের আগে হয়েছিল, নাকি আকাশ থেকে ফিরে আসার পর? সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো, এটা মেরাজের আগে হয়েছিল।
নবীদের নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ইমামতি আকাশে আরোহনের (মিরাজ) আগে, অর্থাৎ বায়তুল মুকাদ্দাসে পৌঁছানোর পর সংঘটিত হয়েছিল।
হাদীস অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.) মক্কা থেকে বায়তুল মুকাদ্দাসে গমন করেন। সেখানে তিনি সমস্ত নবীকে একত্রিত অবস্থায় দেখতে পান এবং তাঁদের নিয়ে নামাজে ইমামতি করেন। এরপরই তিনি জিবরাইল (আ.)-এর সঙ্গে আকাশে আরোহন করেন, যা ছিল মিরাজের দ্বিতীয় ধাপ।
ইবনে হাজার আসকালানি (রহ.) বলেন, ইমাম কাজি আয-ইয়াদ বলেছেন, এটা হতে পারে যে নবীদেরকে বায়তুল মুকাদ্দাসে একত্রিত করা হয়েছিল।
তবে সবচেয়ে সুস্পষ্ট কথা হলো, বায়তুল মুকাদ্দাসে নবীদের ইমামতি আকাশে আরোহনের আগে হয়েছিল। (ফাতহুল বারি: ৭/২০৯)
No comments