Header Ads

Header ADS

শামস তাব্রিজ (রহঃ): সূর্যের তাপে মাংস সিদ্ধ করেন।

 


হযরত শামস তাব্রিজ (রহঃ): তিনি বিশ্ব বিখ্যাত সুফি ইসলামিক দার্শনিক হযরত জালাল উদ্দিন রুমি (রহঃ) এর প্রানের মুর্শিদ কেবলাশামস তাব্রিজ অনেক উঁচু স্তরের আউলিয়া ছিলেন তিনি সবসময় চটের ছালা পড়ে পাগল বেশে আল্লাহর প্রেমে মত্ত হয়ে ঘুরে বেড়াতেন যাতে লোকে তাকে চিনতে না পারেশরিয়তের কোনো ধার ধারতেন নাতার উঁচু স্তরের মারিফতের কথা না বুঝতে পেরে শরীয়তের কাজী গন তাকে চাবুক মেরে চামড়া খুলিয়ে ফেলার ফতোয়া দিলে শামস তাব্রিজ এক টান দিয়ে নিজের গায়ের সমস্ত চামড়া খুলে দিয়ে বলেন "এই নে তোদের শরীয়ত ,আমার কাছে মারিফত থাকলেই চলবে

এরপর আল্লাহর কুদরতে তার গায়ের চামড়া আগের মতো অবিকল ফিরে আসেতার ভিতর আল্লাহ এতই শক্তি দিয়েছিলেন যে তিনি একনজরে সাধারন মানুষকে কুতুবে আউলিয়া বানিয়ে দিতে পারতেনএকবার মাংস রান্না করার জন্য প্রতিবেশির কাছে আগুন চাইলে আগুন দিতে অস্বীকৃতি জানিয়ে প্রতিবেশি তাকে মারধর করলে তিনি আকাশের সূর্যকে ডাক দেয়ার সাথে সাথে সূর্য তার মাথার এক হাত নীচে নেমে আসেতখন তিনি সূর্যের তাপে মাংস সিদ্ধ করেন

সূর্যের প্রখর তাপে উক্ত এলাকার সকল ঘর-বাড়ি মানুষ জ্বলে পুড়ে ছাড়খাঁর হয়ে যাওয়ার উপক্রম হলেও হযরত শামস তাব্রিজ (রহঃ) সেদিন হাতের একটা পশম জ্বলেনিমানুষের চিৎকার আর্তনাদ দেখে হযরত শামস তাব্রিজ (রহঃ) অন্তরে দয়া হলে সে পুনরায় সূর্যকে নিজ স্থানে ফিরে যেতে আদেশ করলে সূর্য তাহার স্থানে আগের মত অবস্থান শুরু করেএই মহান আউলিয়ার মাজার শরিফ বর্তমানে তুরস্কের কউনিয়ায় অবস্থিতএই মহান আউলিয়ার প্রতি সালাম লক্ষ কোটি

No comments

Powered by Blogger.