মেরাজে নবীদের সঙ্গে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাক্ষাৎ কি তাঁদের দেহ ও আত্মা উভয় নিয়ে হয়েছিল, নাকি শুধুমাত্র আত্মা নিয়ে?
প্রথমেই জেনে রাখা দরকার—মিরাজ ছিল রাসুলুল্লাহ (সা.)-এর জীবনের এক অলৌকিক ও বিস্ময়কর ঘটনা। এই রাতে তিনি বায়তুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেন। পথে তিনি আসমানের বিভিন্ন স্তরে বিভিন্ন নবীর সঙ্গে সাক্ষাৎ করেন—আদম (আ.), ঈসা (আ.), মূসা (আ.), ইব্রাহিম (আ.) প্রমুখ।
প্রশ্ন আসে, এই সাক্ষাৎ বাস্তব দেহসহ হয়েছিল, না স্বপ্ন বা আত্মিক ছিল?
প্রমাণ ১: রাসুল (সা.) নিজেই বলেছেন যে তিনি জাগ্রত অবস্থায় মিরাজে গিয়েছেন। যদি শুধু আত্মিক হতো, তাহলে কাফিররা “এত অল্প সময়ে এত দূরে কীভাবে গিয়েছ?”—এই প্রশ্ন তুলত না। তারা তো বাস্তব ভ্রমণের দাবিকেই চ্যালেঞ্জ করেছিল।
প্রমাণ ২: রাসুল (সা.)-এর মিরাজ ছিল দেহ ও আত্মা—উভয় নিয়ে। তাই তাঁর নবীদের সঙ্গে সাক্ষাৎও ছিল বাস্তব এবং দেহসংশ্লিষ্ট।
প্রমাণ ৩: রাসুল (সা.) বলেন: “নবীগণ কবরস্থ অবস্থাতেই জীবিত ও নামাজরত।” (সুনান আবু দাউদ) তাই আল্লাহ তাআলা তাঁদের এমন সম্মানিত জীবন দিয়েছেন, যাতে তাঁরা ইচ্ছামতো দেহ-আত্মাসহ উপস্থিত হতে পারেন।
প্রমাণ ৪: হাদীসগুলোতে বিস্তারিতভাবে এসেছে যে, নবীগণ সালাম দেন, জিজ্ঞেস করেন, দোয়া করেন, যা কেবল আত্মিক অবস্থায় এভাবে বিশ্লেষণ করা সম্ভব নয়।
হাফিজ ইবনে হাজর (রহ.) বলেছেন, কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কীভাবে নবী করিম (সা.) মিরাজের রাতে আসমানে নবীদের দেখলেন, যদিও তাঁদের দেহ কবরেই রয়েছে। এর উত্তর দেওয়া হয়েছে যে, তাঁদের আত্মা তাঁদের দেহের আকৃতিতে প্রকাশিত হয়েছিল, অথবা তাঁদের দেহগুলো সম্মান জানাতে এবং নবী করিম (সা.)-এর সাথে সাক্ষাতের জন্য বিশেষভাবে সেখানে আনা হয়েছিল। (ফাতহুল বারি, ৭/২১০)।
হাফিজ ইবনে রজব (রহ.) বলেছেন, নবী করিম (সা.) আকাশে যেসব নবীকে দেখেছেন, তাঁরা তাঁদের আত্মা ছিলেন, তবে ঈসা (আ.)-কে ব্যতিক্রম হিসেবে গণ্য করা হয়, কারণ তিনি দেহসহ আকাশে উঠানো হয়েছিলেন। (ফাতহুল বারি, ২/১১৩)।
ইবনে হাজর (রহ.) বলেছেন, মিরাজের রাতে নবী করিম (সা.) যেসব নবীর সাথে সাক্ষাৎ করেছিলেন, তাঁদের অবস্থান নিয়ে মতপার্থক্য রয়েছে। কিছু আলিম বলেন, তাঁদের দেহ আকাশে নিয়ে যাওয়া হয়েছিল। অন্যরা বলেন, তাঁদের আত্মা, যা তাঁদের দেহের আকৃতিতে প্রকাশিত হয়েছিল। দ্বিতীয় মতটি আবু আল-ওফা ইবনে আকিলের এবং এটি অধিক গ্রহণযোগ্য। ( ফাতহুল বারি, ৭/২১২)।
সারকথা:
উলামা ও অধিকাংশ মুহাদ্দিসগণের মতে, নবীজি (সা.) মিরাজে নবীদের সঙ্গে দেহ ও আত্মা উভয় নিয়ে সাক্ষাৎ করেছেন। এটি কুরআন, হাদীস এবং যুক্তি — সবকিছুর আলোকে প্রমাণিত।
আল্লাহ আমাদের সকলকে সঠিক আকীদা ও বিশ্বাসে দৃঢ় রাখুন। আমিন।
No comments